Banner

*Upcoming events: ICT Festivals 2023; EduTech class and Seminar *Past events: Life Skill Carnival 2023

Last Update: 16-08-2023

একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নোটিশ

দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী হাবিবা তার নিজের আঁকা কলেজের ছবি তুলে দিচ্ছে অধ্যক্ষ মহোদয়ের নিকট

AIUB Inter College Cricket Championship 2022 (SGCD secured Runner Up Position)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে সবুজবাগ সরকারি কলেজ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব সাবের হোসেন চৌধুরী মাননীয় সংসদ সদস্য ঢাকা, সভাপতিত্ব করেন অধ্যাপক শামিম আরা বেগম, অধ্যক্ষ, সবুজবাগ সরকারি কলেজ। সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা হয়, প্রধান অতিথি, অধ্যক্ষ মহোদয় আমন্ত্রিত অভ্যাগতগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সাংসদ প্রেরণা৭১, মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কারাতে প্রশিক্ষণ ক্যাম্প এর শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনা সহ শিক্ষার্থীদের নানা আয়োজন উপভোগ করেন। বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতার বীর সেনানীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেইসঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর সোনালী প্রজন্ম বেড়ে উঠবে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক শামীম আরা বেগম তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর সোনার বাংলার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় সারথি হবার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Success Story

বরাবরের মতো সবুজবাগ সরকারি কলেজের শিক্ষার্থীরা শিক্ষার বিভিন্ন অঙ্গনে তাদের দক্ষতা প্রদর্শন করে আসছে। এই ধাকাবাহিকতায়, সবুজবাগ কলেজের শিক্ষার্থী জোবাইদা মেহেরিন (দ্বিতীয় বর্ষ; রল-৭৬) সম্প্রতি আরেকটি সাফল্য যুক্ত করেছে। মেহেরিন গত ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২১ তারিখে নটরডেম কলেজ গনিত ক্লাব আয়োজিত “Exponent Continuum” এর “Story Writing (Thoughts on Papyrus)” বিভাগে প্রথম স্থান অর্জন করেছে।

Plantation Week (2021)

Sheikh Russel Deyalika (Wall Display)

Dengu Prevention Activities (2019)